তিন বছর পর টি-টোয়েন্টি মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। আজ (মঙ্গলবার) এশিয়া কাপ সুপার ফোরে জয় পেলে ফাইনালে ওঠার সুযোগ নিশ্চিত হবে। টস জিতে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার দল আগে ফিল্ডিং নিতে সিদ্ধান্ত নিয়েছে।
পাকিস্তান একাদশে কোনো পরিবর্তন হয়নি। অন্যদিকে, শ্রীলঙ্কা একাদশে দুই পরিবর্তন এনেছে। বাংলাদেশের বিপক্ষে খেলা কামিল মিশারা ও স্পিন অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগের জায়গায় দলে নেওয়া হয়েছে স্পিনার মাহেশ থিকশানা এবং পেস অলরাউন্ডার চামিকা করুণারত্নকে।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, দুষ্মন্ত চামিরা, নুয়ান থুসারা।
পাকিস্তান একাদশ: সাইম আইয়ুব, শাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আলি আগা (অধিনায়ক), হোসেন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।
একুশে সংবাদ/এ.জে