AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তরুণদের রাজপথে নামতে উদ্বুদ্ধ করেছিলেন তারেক রহমান : রিজভী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:০১ পিএম, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

তরুণদের রাজপথে নামতে উদ্বুদ্ধ করেছিলেন তারেক রহমান : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণ প্রজন্মকে উৎসাহিত করে রাজপথে নামিয়েছিলেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “জাতীয়তাবাদী পতাকা হাতে রক্তপিপাসু শেখ হাসিনাকে পরাজিত করতে যে ভূমিকা তারেক রহমান রেখেছেন এবং তরুণদের নেতৃত্ব দিয়েছেন, তা ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে।”

তিনি আরও জানান, খালেদা জিয়া কারাগারে যাওয়ার পরও তারেক রহমান দেশীয় রাজনীতি ও প্রবাস থেকে সংগঠনকে সুসংগঠিত রেখেছেন। “তারেক রহমানের দৃঢ় নেতৃত্ব নতুন প্রজন্মকে গণতন্ত্রের সংগ্রামে প্রেরণা জোগাচ্ছে,” যোগ করেন রিজভী।

এদিনের কর্মসূচিতে বরগুনা ও পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতারা উপস্থিত ছিলেন। তাদের উদ্দেশে রিজভী বলেন, “আন্দোলনের সময় আপসহীন থেকে পুলিশের নিপীড়নের মধ্যেও সক্রিয় থাকার কারণে তারা জনগণের আস্থা অর্জন করেছেন। তাদের নেতৃত্বে জেলা সংগঠন আরও শক্তিশালী হবে।”

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে রিজভী আশাবাদ ব্যক্ত করে বলেন, “নতুন নেতৃত্ব জনগণের আস্থা পাবে, আর সেই আস্থার ভিত্তিতেই মানুষ ধানের শীষে ভোট দেবে।” তিনি দাবি করেন, বিএনপি গত ১৬ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালাচ্ছে।

সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে রিজভী অভিযোগ করেন, “শেখ হাসিনা গণতন্ত্র হত্যা করেছেন, ভোটাধিকার হরণ করেছেন। বিদেশে সম্পদের সাম্রাজ্য গড়ে তুললেও দুর্নীতি দমন কমিশন কোনো পদক্ষেপ নেয়নি।”

শহীদ আন্দোলনকারীদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, “ওয়াসিম আকরাম, আবু সাঈদ, মুগ্ধদের রক্ত বৃথা যাবে না। তাদের ত্যাগই দেশের মানুষকে গণতন্ত্রের লড়াইয়ে অনুপ্রাণিত করবে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!