“সাবধানে চালাব গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে শহরের মজমপুর গেটে ট্রাফিক অফিসের সামনে এ পথসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা কুষ্টিয়া জেলা শাখার সভাপতি নুরুন্নবী বাবু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল। প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার নিসচা সংগঠনের উপদেষ্টা ও বিজ্ঞ স্পেশাল পিপি অ্যাডভোকেট শামিম উল হাসান অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আবু বকর সিদ্দিক এবং প্রতিষ্ঠাতা সভাপতি কে এম জাহিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন নিসচা কুষ্টিয়ার সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হাফিজ লালু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. আতাউল গনি উসমান, মীর আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক অঞ্জন কৃষ্ণশীল শুভ, সাংগঠনিক সম্পাদক আবু মনি সাকলাইন এলিন প্রমুখ।
পথসভায় বক্তারা বলেন, বাংলাদেশের সড়ক দুর্ঘটনার চিত্র অত্যন্ত দুঃখজনক। প্রতিদিন কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটে মানুষের অমূল্য প্রাণ কেড়ে নিচ্ছে, নিঃশেষ করে দিচ্ছে অনেক সাজানো সংসার। একটি দুর্ঘটনায় স্বজনহারা মানুষের আহাজারি কিংবা সন্তানের পিতৃহারা হওয়া—এসব যেন আর না ঘটে। বাস, ট্রাক, মোটরসাইকেল বা অটোরিকশা দুর্ঘটনাসহ নানা কারণে সড়কে প্রায়ই প্রাণহানি ঘটছে। ফলে ঘর থেকে বের হলেই দুর্ঘটনা মানুষের মনে আতঙ্ক তৈরি করছে।
বক্তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে জনসচেতনতার পাশাপাশি সরকারি ও বেসরকারি উদ্যোগ অপরিহার্য। সবাই সচেতন হলে এবং সড়ক আইন মেনে চললে দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।
এ সময় “সাবধানে চালাব গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” শ্লোগান সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে উল্লেখ করা হয়—
- ট্রাফিক আইন আপনার সুরক্ষার ঢাল; সড়কে শৃঙ্খলা মানুন, জীবনকে সুরক্ষিত রাখুন।
- দ্রুতগতি নয়, নিরাপত্তাই হোক অগ্রাধিকার।
- হেলমেট পরুন, সিটবেল্ট বাঁধুন, মোবাইল ফোন ব্যবহার নয়—চোখ রাখুন সড়কে।
- মাদকাসক্ত চালক দুর্ঘটনার মূল কারণ।
- একটু ধৈর্য বাঁচাতে পারে শত প্রাণ।
- ট্রাফিক পুলিশ একা নয়, সহযোগিতা চাই সবার।
- জেব্রা ক্রসিংয়ে গাড়ি থামান, পথচারী পারাপারের সুযোগ দিন।
বক্তারা প্রতিজ্ঞা করেন, সচেতনতা বাড়িয়ে ও সম্মিলিত প্রয়াসের মাধ্যমে সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে