AB Bank
  • ঢাকা
  • রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নুরের ওপর হামলার প্রতিবাদে হরিপুরে পার্টির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ



নুরের ওপর হামলার প্রতিবাদে হরিপুরে পার্টির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অন্যান্য নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা এই হামলা চালায়।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ মামুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, “নুরুল হক নুরসহ নেতা-কর্মীদের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা উচিত। উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা চুপ করে বসে থাকবে না। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যে কোনো কঠোর কর্মসূচি পালনের জন্য আমরা প্রস্তুত রয়েছি।”

এরপর গণঅধিকার পরিষদের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা একটি মিছিল বের করে হরিপুর উপজেলার জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর এবং বাইরে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।

হরিপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. হাসান আলী বলেন, “গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে আমাদের কার্যালয়ে হামলা চালিয়েছে। তারা আমাদের কার্যালয়ের ৪০–৫০টি চেয়ার, দুটি টেবিল, চারটি ফ্যান, দুইটি আলমারি ভাঙচুর করেছে এবং কিছু আসবাবপত্র বাইরে বের করে আগুন দিয়েছে।” তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।

ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউর রাজি স্বপন চৌধুরী বলেন, “পরিকল্পিতভাবে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আমাদের হরিপুর উপজেলা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে। ঘটনাটি ন্যাক্কারজনক। আমরা প্রতিবাদ জানানোর পাশাপাশি নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবি জানাই।”

এ বিষয়ে হরিপুর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোজাক্কের ইসলাম সুমন বলেন, “আমাদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে দুপুরে একটি মিছিল বের করা হয়। মিছিলটি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গেলে নেতাকর্মীরা ক্ষোভে তাদের কার্যালয়ে ভাঙচুর করে।”

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, “উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুরের খবর পেয়ে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

একুশে সংবাদ/ঠা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!