সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত ব্যাটিং-বোলিংয়ের প্রদর্শনী দেখিয়ে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লিটন দাসের দল।
টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১৩৬ রান তোলে নেদারল্যান্ডস। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন তেজা নিদামিনুরু। বাংলাদেশের হয়ে সেরা বোলার তাসকিন আহমেদ, ২৮ রানে শিকার করেন ৪ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই প্রভাব বিস্তার করে বাংলাদেশ। ওপেনার পারভেজ ইমন ৯ বলে ১৫ রান করে দ্রুত আউট হলেও লিটন দাস ও তানজিদ তামিম জুটি সামলে নেন। তানজিদ ফেরেন ২৪ বলে ২৯ রান করে। এরপর অধিনায়ক লিটন দাস ঝড়ো ব্যাটিংয়ে ২৬ বলে ফিফটি পূর্ণ করেন। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৫৪ রানে।

প্রায় দুই বছর পর দলে ফেরা সাইফ হাসানও উজ্জ্বল ছিলেন। বল হাতে প্রথম ওভারেই দুই উইকেট নেন তিনি, আর ব্যাট হাতে খেলেন ১৯ বলে অপরাজিত ৩৬ রানের ইনিংস।
মাত্র ১৩.৩ ওভারেই ২ উইকেট হারিয়ে ১৩৭ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ। হাতে থাকে ৩৯ বল।
একুশে সংবাদ/এ.জে