গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে ঝালকাঠির রাজাপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় গণঅধিকার পরিষদ ও সকল অঙ্গসংগঠনের আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাইপাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজাপুর প্রেসক্লাব চত্বরে এসে মানববন্ধনের মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন: আব্দুল হামিদ (যুগ্ম আহ্বায়ক, গণ অধিকার পরিষদ, রাজাপুর উপজেলা), আল আমিন সাজু (সাংগঠনিক সম্পাদক, ছাত্র অধিকার পরিষদ, ঝালকাঠি জেলা), মাওলানা আল আমিন, মাওলানা বাইজিদ হক ফরাজীসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শক্তিকে আবারও একত্রিত করতে হবে। জুলাই আন্দোলনের প্রথম সারির যোদ্ধা নুরের ওপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
এ সময় তারা হামলাকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার আহ্বান জানান।
একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে