আসন্ন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে আসা আশরাফুল এর আগে রংপুর রাইডার্সের সঙ্গে কাজ করেছেন। এবার জাতীয় লিগে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন,“আমরা বরিশালের কোচ হিসেবে আশরাফুলকে নিয়েছি। সে নিজেই আগ্রহ প্রকাশ করেছে। যেহেতু বরিশালের হয়ে দুই বছর খেলেছে, তাই তাকে সুযোগ দেওয়া হয়েছে।”
আকরাম আরও জানান, ঘরোয়া ক্রিকেটে সাবেক অভিজ্ঞ ক্রিকেটারদের কোচ হিসেবে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বোর্ডের। এতে তরুণ খেলোয়াড়রা সাবেকদের অভিজ্ঞতা থেকে উপকৃত হবেন।
তার কথায়,“আশরাফুল তো অনেকদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। আমাদের কাছে সেলিম, রোকন, আফতাবের মতো সাবেক ক্রিকেটাররাও আছেন। তাদের সঙ্গেও কথা বলব। তারা আগ্রহ দেখালে আমরাও তাদের জায়গা করে দিতে প্রস্তুত।”
উল্লেখ্য, বিসিবি চায় জাতীয় দলের সাবেক অভিজ্ঞ ক্রিকেটাররা দেশের ঘরোয়া ক্রিকেট কাঠামোয় কোচ হিসেবে অবদান রাখুন, যেন ভবিষ্যৎ প্রজন্ম তাদের কাছ থেকে শিখে আরো দক্ষ হয়ে উঠতে পারে।
একুশে সংবাদ/এ.জে