অ্যান্টিগার সার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে রবিবার রাতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ইতিহাস গড়লেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে নিজের প্রথম ওভারেই মোহাম্মদ রিজওয়ানকে আউট করে তুলে নেন ৫০০তম টি-টোয়েন্টি উইকেট, যা তার ক্যারিয়ারের একটি নতুন বিশ্বরেকর্ডও হয়ে দাঁড়ায়।
সাকিব এখন টি-টোয়েন্টি ক্রিকেটে পাঁচ হাজারেরও বেশি রান (৭,৫৪৯) এবং ৫০০ উইকেটের অনন্য কীর্তি অর্জন করা বিশ্বের প্রথম ক্রিকেটার। টি-টোয়েন্টি ইতিহাসে পাঁচজন বোলারের মধ্যে তিনি প্রথম বাঁহাতি হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন; পূর্বের চারজন—রশিদ খান, ডোয়াইন ব্রাভো, সুনিল নারাইন ও ইমরান তাহির—ডানহাতি।
সাকিব বাংলাদেশ দলের হয়ে এবং বিপিএলে ১৪৯টি করে উইকেট, আইপিএলে ৬৩টি, সিপিএলে ৪০টি এবং ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে ২৮টি উইকেট শিকার করেছেন। ৪৫৭টি টি-টোয়েন্টি ম্যাচে তার সংগ্রহে পাঁচবার পাঁচ উইকেট এবং বারোবার চার উইকেট রয়েছে।
সিপিএলের সাম্প্রতিক পারফরম্যান্সে এক উইকেট নিয়েছিলেন, তবে এই ম্যাচে ৩ উইকেট তুলে বিশ্বরেকর্ড নিশ্চিত করেন তিনি।
একুশে সংবাদ/এ.জে