এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে তিন ম্যাচের একটি সংক্ষিপ্ত টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী আগস্ট-সেপ্টেম্বরে সফরকারী নেদারল্যান্ডস দলের বিপক্ষে এ সিরিজ আয়োজিত হবে সিলেটে।
সোমবার (৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে। ঘোষিত সূচি অনুযায়ী, ২৬ আগস্ট বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস দল। এরপর ৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর। তিনটি ম্যাচই সিলেটে অনুষ্ঠিত হবে।
বিসিবি জানিয়েছে, সফরের তারিখ ও ভেন্যু নির্ধারণে দুই দেশের বোর্ডের মধ্যে ই-মেইলের মাধ্যমে আলোচনা হয়েছে এবং সেখানেই সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।
এদিকে আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চাইছে না বাংলাদেশ দল। ৬ আগস্ট থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে ফিটনেস ক্যাম্প, যেখানে অংশ নেবেন প্রাথমিকভাবে ঘোষিত ২৫ সদস্যের স্কোয়াডের খেলোয়াড়রা।
পরবর্তী ধাপে, ১৫ আগস্ট থেকে শুরু হবে আনুষ্ঠানিক স্কিল ট্রেনিং ক্যাম্প। এরপর ২০ আগস্ট টাইগাররা রওনা দেবে সিলেটের পথে, যেখানে নেদারল্যান্ডস সিরিজের আগ পর্যন্ত প্রস্তুতি চালিয়ে যাবে দল।
একুশে সংবাদ/এ.জে