গাজীপুরের শ্রীপুরে তাল কুড়াতে গিয়ে নিখোঁজ পঞ্চাশোর্ধ নারী কমলা বেগমকে হত্যার রহস্য উদঘাটন করে পুলিশ। হত্যাকারী আশিক (২৮)কে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিকটিম কমলা বেগম উপজেলার গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া গ্রামের কৃষক কদম আলীর স্ত্রী। গ্রেফতার আশিক একই গ্রামের আব্দুল হামিদের ছেলে।
ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, ভোর তিনটা থেকে আশিক তাল গাছের পাশে হাতুড়ি দিয়ে ইট ভাঙছিল। এসময় গাছ থেকে তাল পড়লে আশিক কয়েকটি তাল কুড়িয়ে এক জায়গায় জমা করে রাখে। ফজরের নামাজের পর কমলা বেগম তাল কুড়াতে গিয়ে গাছের নিচে গিয়ে জমানো অবস্থায় কয়েকটি তাল নিতে চায়। তবে আশিক তাকে জমানো তাল নেওয়া নিষেধ করে। নিষেধ করার পরও কমলা বেগম তাল নিতে গেলে তাদের মধ্যে বাগবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে আশিক হাতে থাকা হাতুড়ি দিয়ে নারীর মাথায় আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। এরপর আশিক কোদাল দিয়ে কমলা বেগমের গলায় কোপ দেয় এবং হত্যা করে। ভয়ে সে একাই নারীর লাশ ঝোপের মধ্যে খুঁড়ে গর্তে লুকিয়ে রাখে।
পরবর্তীতে কমলা বেগমের স্বামী মামলা দায়ের করলে পুলিশ আশিককে দুপুরে আদালতে পাঠায়।
প্রসঙ্গত, শুক্রবার (২৯ আগস্ট) সকালে কমলা বেগম বাড়ীর অদূরে ঝোপ জঙ্গলে ৪–৫টি তাল গাছের কাছে তাল কুড়াতে যায়। পরে দুপুর পর্যন্ত বাড়িতে না ফিরায় স্বজন ও প্রতিবেশীরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ঝোপঝাড়ের মধ্যে মাটিচাপা অবস্থায় কমলা বেগমের লাশ উদ্ধার করা হয়।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে