ঢাকার গুলশান ২–এ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো নেটকম লার্নিং বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।
রবিবার (৩ আগস্ট) গুলশান-২ এর পিংক সিটি শপিং মলের ‘বিয়ন্ড বাফেট’-এ এক উজ্জ্বল অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয়। এতে অংশ নেন নেটকম লার্নিং-এর কর্মকর্তারা, অংশীদার, আইটি খাতের বিশেষজ্ঞ ও শিক্ষাবিদরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেটকম লার্নিং বাংলাদেশের সিনিয়র ম্যানেজার (সেলস) ইশান বিন জিল্লুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল অপারেশনের জেনারেল ম্যানেজার আব্দুল আহাদ।
ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে নেটকম লার্নিং-এর সিইও রাসেল সরদার বলেন, “বাংলাদেশে প্রথম বছরে আমরা যে সাড়া পেয়েছি, তা আমাদেরকে আশাবাদী করেছে। প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে তরুণ প্রজন্মকে আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতায় প্রস্তুত করাই আমাদের লক্ষ্য।”
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন— আইএমবিডি’র প্রতিষ্ঠাতা ও সিইও মো. শামীম আহমেদ, মাইক্রোসফট বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার মো. ইউসুফ ফারুক, আইআইএবি প্রেসিডেন্ট নূরুল আলম, বেক্সিমকো ফার্মার সিনিয়র এইচআর ম্যানেজার ড. হাসান মাহমুদ, ড্যাফোডিল গ্রুপের স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট ইকোসিস্টেমের নির্বাহী পরিচালক কে. এম. হাসান রিপন, অ্যাকাডেমিক সেলস প্রধান কানিশক পান্ডে ।
অনুষ্ঠানে “নেটকম লার্নিং বাংলাদেশের ১ম বর্ষের যাত্রা” শিরোনামে একটি প্রামাণ্য ভিডিও উপস্থাপন করেন সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. ইমদাদুল ইসলাম ইমদাদ। এতে প্রতিষ্ঠানের বছরের কার্যক্রম, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
হেড অব পার্টনারশিপস আবদুর রহমান মামুন তার বক্তব্যে প্রতিষ্ঠানের লক্ষ্য ও দেশব্যাপী দক্ষতা উন্নয়নের ভূমিকা নিয়ে আলোকপাত করেন।
আলোচনায় অংশ নেওয়া বক্তারা বলেন, বিশ্বমানের শিক্ষা বিস্তারে ও ডিজিটাল বাংলাদেশ গড়তে নেটকম লার্নিং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/মা.প্র/এ.জে