২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এএফসি নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বে ‘বি’ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।
মঙ্গলবার (২৯ জুলাই) অস্ট্রেলিয়ার সিডনির টাউন হলে ১২টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মূল পর্বের ড্র অনুষ্ঠান। পট-৪ থেকে জায়গা পাওয়া বাংলাদেশ দলকে রাখা হয় গ্রুপ ‘বি’-তে।

ড্র অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশগুলোর ভাগ্য নির্ধারণ হয় চারটি পটে বিভক্ত হয়ে। বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো এই প্রতিযোগিতার মূল পর্বে খেলছে, যা দেশের নারী ফুটবলের জন্য একটি নতুন মাইলফলক বলে মনে করছেন বিশ্লেষকরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

