বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা বিএনপির আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলা সদরের মধুমন কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
সভায় আরও বক্তব্য রাখেন—তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, কাজি আব্দুল বাতেন, আসাদুল হক মণ্ডল, অ্যাডভোকেট নজরুল ইসলাম ইসমাঈল, আব্দুল হামিদ, রাকিব তালুকদার, শহীদুল ইসলাম মণ্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছায়াদুল ইসলাম মণ্ডল, যুবদল নেতা আব্দুল কালাম আজাদ, শ্রমিক দলের আহ্বায়ক পাভেল মণ্ডল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাসেল মণ্ডল।
বক্তারা বলেন, আগামী ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকভাবে উদযাপন করতে ব্যাপক লোকসমাগম ঘটানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে