ইউটিউবার ও কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তিনি চলতি বছরের জুলাই মাসে যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গণমাধ্যমকে জানান, রবিবার (২৪ আগস্ট) রাতে বরিশালে অভিযান চালিয়ে তৌহিদ আফ্রিদিকে আটক করা হয়। পরবর্তীতে তাকে ঢাকায় আনা হচ্ছে।
জানা গেছে, উক্ত মামলায় তৌহিদ আফ্রিদির নাম ১১ নম্বর আসামি হিসেবে উল্লেখ রয়েছে। মামলার প্রধান আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুনকে রাখা হয়েছে।
এর আগে একই মামলায় তার বাবা, মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে ১৭ আগস্ট রাজধানীতে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
হত্যা মামলায় মোট ২৫ জনকে নামীয় আসামি করা হয়েছে, পাশাপাশি আরও প্রায় ১৫০ জন অজ্ঞাত ব্যক্তিকেও আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

