খাজা খানজাহান আলীর পূণ্যভূমি, বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন ও অর্থনৈতিক সম্ভাবনার জেলা বাগেরহাটের সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে রবিবার (২৪ আগস্ট) মোল্লাহাটে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বাগেরহাটের চারটি সংসদীয় আসন কমিয়ে তিনটি করার প্রতিবাদে সর্বদলীয় সম্মিলিত কমিটি এ কর্মসূচির ডাক দেয়।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার প্রবেশদ্বার মোল্লাহাট ব্রিজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন। আট ঘণ্টার টানা এ কর্মসূচিতে দূরপাল্লার বাস, ট্রাকসহ স্থানীয় পরিবহন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এতে যাত্রী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগের শিকার হন।
আন্দোলনকারীরা বলেন, ঐতিহাসিক ও ভৌগোলিক গুরুত্ব, সমৃদ্ধ জনসংখ্যা এবং বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন নিয়ে বাগেরহাট জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ একটি জেলা। খাজা খানজাহান আলীর পূণ্যভূমি দেশের ইতিহাস, সংস্কৃতি ও রাজনীতিতে অনন্য অবদান রেখেছে। পাশাপাশি চিংড়ি, পান ও সুপারি চাষের মাধ্যমে এ জেলা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে। তারপরও আসন সংকোচনের সিদ্ধান্ত জেলার মানুষের রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে চার আসন পুনর্বহাল না করা হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
অবরোধ চলাকালে পুলিশ নিরাপত্তা জোরদার করলেও সার্বিকভাবে কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর হাসমত আলী সরদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মাওলানা নিজাম উদ্দিন, খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানিফ নোমান, মোল্লাহাট উপজেলা আমীর মাওলানা হাফিজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে