মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
রোববার (২০ জুলাই) অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করতে নামছে পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ সিরিজে জয় নিশ্চিত করা একাদশে বাংলাদেশ এনেছে একটি পরিবর্তন। দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তার পরিবর্তে আজকের একাদশে সুযোগ পেয়েছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মাহেদি, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
একুশে সংবাদ/এ.জে