গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার এশার নামাজের পর নলডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আয়োজনে নলডাঙ্গা হলি চাইল্ড মাল্টিমিডিয়া স্কুল চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি আলহাজ্ব আল আমিন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি সফিউল আযম। এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি ও গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ি) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। বিশেষ আলোচকের বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা জামায়াত নেতা সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা আব্দুর রউফ, উপজেলা ওলামা মাশায়েখের সেক্রেটারি আলহাজ্ব আবু সাঈদ রাজু এবং উপজেলা ইসলামী ছাত্রশিবির উত্তরের সভাপতি মো. মেহেদি হাসান।
সভায় ইউনিয়নের সব ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ছাড়াও প্রায় দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। প্রধান আলোচক নজরুল ইসলাম লেবু তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী কোরআন-হাদিসের নির্দেশনা অনুসরণ করে ইসলামের প্রতিষ্টায় আন্দোলন করে যাচ্ছে। ইসলাম বিদ্বেষী একটি অপশক্তি সবসময় জামায়াতকে নিয়ে নানা ষড়যন্ত্র করছে। জামায়াত কখনো প্রতিহিংসা, সন্ত্রাস, চাঁদাবাজিসহ কোনো ধরনের অন্যায় বরদাশত করে না। ইসলাম হচ্ছে শান্তির প্রতীক। ইসলামের নীতি ও আদর্শ লালন করে আমাদের সহনশীলভাবে দ্বীনি ইসলাম কায়েম করতে হবে।”
সভা শুরুর আগে পাঁচ বছরের শিশু আদির সুমধুর কণ্ঠে একটি মনোমুগ্ধকর ইসলামী গান পরিবেশিত হয়, যা উপস্থিত নেতাকর্মীদের মুগ্ধ করে।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে