AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তানকে ১১০ রানে গুটিয়ে দিল বাংলাদেশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৮:০৪ পিএম, ২০ জুলাই, ২০২৫

পাকিস্তানকে ১১০ রানে গুটিয়ে দিল বাংলাদেশ

মিরপুরের স্পিন সহায়ক উইকেটে বোলারদের দারুণ সাফল্যে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে মাত্র ১১০ রানে অলআউট করে বাংলাদেশ। ফলে জয় পেতে বাংলাদেশের লক্ষ্য ১১১ রান।

রোববার (২০ জুলাই) শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। শুরুতেই স্পিন দিয়ে আক্রমণ সাজান তিনি।

প্রথম ওভারেই শেখ মেহেদী হাসান ফখর জামানকে ফিরিয়ে দিতে পারতেন। তবে শর্ট ফাইন লেগে সহজ ক্যাচ ফেলেন তাসকিন আহমেদ। ফলে ৪ রানে জীবন পান ফখর।

এরপর বল হাতে আসেন তাসকিন। প্রথম চার বলে ৯ রান দিলেও পঞ্চম বলেই উইকেট তুলে নেন এই পেসার। সাইম আইয়ুব ফ্লিক করতে গিয়ে মোস্তাফিজের হাতে ধরা পড়েন (৪ বলে ৬)।

তৃতীয় ওভারে শেখ মেহেদীর বলে মোহাম্মদ হারিস (৪) ক্যাচ দেন শামীম হোসেন পাটোয়ারীর হাতে।

পঞ্চম ওভারে তানজিম হাসান সাকিবের দুর্দান্ত বোলিংয়ে বিপর্যস্ত হন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। বারবার মিস করার পর শেষ পর্যন্ত ক্যাচ দিয়ে ফেরেন (৯ বলে ৩)।

এরপর উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। রান না করেই ফেরেন হাসান নওয়াজ। পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৪১।

এরপর ফখর জামানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হন মোহাম্মদ নওয়াজ (৩)। দ্রুত থ্রো করে স্টাম্প ভেঙে দেন মেহেদী। ৫০ রানের আগেই পাকিস্তান হারায় ৫ উইকেট।

এক প্রান্তে ফখর জামান চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। মোস্তাফিজের ওভারে খুশদিল শাহের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে ফেরেন ফখর। ৩৪ বলে ৪৪ রান করেন তিনি।

খুশদিল শাহ ২৩ বলে ১৮ রান করে ফিরেন মোস্তাফিজের বলে। মিডঅফে সহজ ক্যাচ ধরেন রিশাদ। এরপর ফাহিম আশরাফ (৫) তাসকিনের বলে ক্যাচ দিয়ে ফেরেন।

তাসকিন আহমেদ ৪ ওভারে ২২ রান খরচ করে নেন ৩ উইকেট। মোস্তাফিজ ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। একটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী হাসান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!