ময়মনসিংহের গৌরীপুরে পারিবারিক বিরোধ মীমাংসা করতে গিয়ে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে মোকশেদ আলী (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) রাতে উপজেলার সিধলা ইউনিয়নের হাসনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোকশেদ ওই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি কৃষিকাজ করতেন। স্ত্রী ও দুটি শিশুসন্তান রেখে গেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে মোকশেদের চাচা বাচ্চু মিয়া ও তাঁর ছেলে আকাশ মিয়ার মধ্যে দ্বিতীয় বিয়ে নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ঝগড়া থামাতে এগিয়ে যান মোকশেদ। কিন্তু হঠাৎ আকাশ ছুরি দিয়ে মোকশেদকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহতের মা পারুল বেগম বলেন, “মোকশেদ শুধু ঝগড়া থামাতে গিয়েছিল। সেখানে আকাশের ছুরিকাঘাতে আমার ছেলেকে হারালাম।”
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।”
একুশে সংবাদ/ম.প্র/এ.জে