ময়মনসিংহের ভালুকা উপজেলার ভায়াবহ মাঝির ভিটা এলাকায়র যুবদল নেতা তারেক উল্লাহ চৌধুরীর প্রভাব খাটিয়ে নর্প নীট ইন্ডাস্ট্রি`র কোম্পানির জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ইন্ডাস্ট্রি`র পক্ষে আসাদ উল্লাহ চৌধুরী ধ্রুব সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, ওই কোম্পানি থেকে ব্যবসা বানিজ্য জোরপূর্বক দখলে নিতে স্থানীয় তারেক উল্যাহ চৌধুরী দীর্ঘদিন ধরে পায়তারা করছে বলেও অভিযোগ করেন দ্রুব।
সরেজমিনে গিয়ে জানা যায়, তারেক উল্লাহ চৌধুরী নাজমা নামের এক মহিলাকে সু-কৌশলে ওই জমিতে ঘর নির্মাণ করে ৩৬ শতাংশ জমি দখলে রেখেছেন।
নর্প নীট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে আসাদ উল্যাহ চৌধুরী ধ্রুব জানান, ভয়াবহ মৌজার একই দাগে মোট ৭৪ শতাংশ জমি বৈধ দলিলপত্রের ভিত্তিতে তাদের প্রতিষ্ঠানের নামে খারিজ হয়েছে। মালিকানা প্রমাণে খারিজ খতিয়ান (২৫-১২২৪, ২৫-১২২৫, ২৫-১২২৬) এবং কেইস নং ৭২৫৭, ৭২৫৮ ও ৭২৬০ এর নথি উপস্থাপন করে ধ্রুব অভিযোগ করেন, নাজমা নামের এক নারী তার দুই ছেলেকে নিয়ে কোম্পানির ওই জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করেছেন। আর এর পেছনে যুবদল নেতা তারেক উল্যাহ চৌধুরীর প্রত্যক্ষ সহযোগিতা রয়েছে। তিনি দাবি করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারেক চৌধুরী তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করাচ্ছেন এবং এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। এমনকি অতীতে তার ব্যবসা প্রতিষ্ঠান “সুপ্রিম এয়ার কন্ডিশন” জোরপূর্বক দখল করা হয়েছে বলেও অভিযোগ করেন ধ্রুব।
নাজমা খাতুন জানান, তিনি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার নিকট থেকে ৪ বছর পূর্বে ৩৬ শতাংশ জমি কিনে ভোগ দখলে আছেন। কোম্পানির সাথে তার আলোচনা চলছে সন্তুষ্ট জনক দাম পেলে দখল ছেড়ে দিবেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ভালুকা উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে