টেস্ট ও ওয়ানডেতে ব্যর্থতার পর টি-টোয়েন্টি সিরিজেও প্রথম ম্যাচ হেরে চাপে ছিল বাংলাদেশ। তবে দারুণ প্রত্যাবর্তন করেছে লিটন দাসের দল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮৩ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ১-১ সমতা এনেছে টাইগাররা।
রোববার (১৩ জুলাই) ডাম্বুলায় টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ তোলে ১৭৭ রানের চ্যালেঞ্জিং স্কোর। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের আগুনে বোলিংয়ে মাত্র ৯৪ রানেই গুটিয়ে যায় স্বাগতিক লঙ্কানরা। ফলে বিশাল ব্যবধানে জয় পেয়ে সিরিজ নির্ধারণের আগে সমতায় ফিরল বাংলাদেশ।
লঙ্কানদের রান তাড়ার শুরুটাও ছিল ভঙ্গুর। দ্বিতীয় ওভারের শেষ বলে কুশল মেন্ডিসকে রান আউট করেন শামীম। পরের ওভারে শরিফুল ইসলাম শিকার করেন কুশল পেরেরাকে (০)। একই ওভারে অভিষ্কা ফার্নান্দোকেও ফিরিয়ে নেন শরিফুল (৫ বলে ২)।
পাওয়ার প্লের শেষ ওভারে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন আসালাঙ্কা। ডিআরএস নিয়ে নিশ্চিত হয় আউট। পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লঙ্কানরা।
একপ্রান্ত আগলে রেখে চেষ্টা চালালেও পাথুম নিশাঙ্কা বেশিদূর যেতে পারেননি। রিশাদ হোসেনের ঘূর্ণিতে ২৯ বলে ৩০ রানে ফেরেন তিনি। একই ওভারে ক্যাচ দিয়ে বিদায় নেন চামিকা করুণারত্নে।
এরপর দ্রুত উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। দাসুন শানাকা (১৬ বলে ২০), ভ্যান্ডারসি (৬ বলে ৮), থিকশানা (৬) ও বিনুরা ফার্নান্দো (৬) ফেরেন দ্রুত।
শেষ পর্যন্ত ১৫.২ ওভারে ৯৪ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
বাংলাদেশের হয়ে রিশাদ নেন সর্বোচ্চ ৩ উইকেট। শরিফুল ও সাইফউদ্দিনের ঝুলিতে যায় দুটি করে উইকেট। মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ নেন একটি করে উইকেট।
এ জয়ে সিরিজ এখন ১-১ সমতায়। তৃতীয় ও শেষ ম্যাচ হবে সিরিজ নির্ধারণী।
প্রয়োজনে আরও সংক্ষিপ্ত বা শিরোনাম ভিন্নভাবে চাইলে জানাবেন।
একুশে সংবাদ/এ.জে