সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে দারুণ সূচনা করলেও প্রত্যাশিত বড় স্কোর গড়তে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। শুরুতে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৫ ওভারে ৫০ রান তুলে নেয় টাইগাররা। তবে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৫৪ রান। জয়ের জন্য শ্রীলঙ্কাকে করতে হবে ১৫৫।
বৃহস্পতিবার (১০ জুলাই) পাল্লেকেলেতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার পারভেজ হোসেন ইমন। যদিও ইনিংসের পঞ্চম ওভারে বিদায় নেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। ১৭ বলে ১৬ রান করে মিডউইকেটে ক্যাচ তুলে দেন তিনি।
৫.১ ওভারে দলীয় রান ৫০ ছাড়ালেও মিডল অর্ডারে বারবার উইকেট পতনের কারণে ব্যাটিংয়ের ছন্দ ধরে রাখা যায়নি। ফর্মে ফিরতে না পারা লিটন দাস করেন মাত্র ৬ রান, ফিরেন এলবিডব্লিউ হয়ে। ইমন ২২ বলে ৩৮ রান করে থিকসানার ঘূর্ণিতে কট অ্যান্ড বোল্ড হন।
১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৭৯ রান। এরপর ধীরগতির ব্যাটিংয়ে রানরেট পড়ে যায়। তাওহিদ হৃদয় ১৩ বলে ১০ রানের ইনিংসে ফেরেন শানাকার বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে। ইনিংসের শেষ দিকে কিছুটা চেষ্টা চালান মেহেদী হাসান মিরাজ। ২৩ বলে ২৯ রানে তিনিও আউট হন।
শেষদিকে শামীম পাটোয়ারি ৫ বলে দুটি ছক্কা হাঁকিয়ে অপরাজিত ১৪ রান করেন। অন্যদিকে, নাইম শেখ ২৯ বলে একটি চার ও একটি ছক্কায় ৩২ রানে অপরাজিত থাকেন।
শেষ পর্যন্ত বাংলাদেশ থামে ১৫৪ রানে। এই স্কোর রক্ষায় মাঠে নামতে হবে টাইগার বোলারদের।
একুশে সংবাদ/এ.জে