তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। ফলে আগে ব্যাট করতে নামছে বাংলাদেশ দল।
বৃহস্পতিবার (১০ জুলাই) ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে।
এই মাঠে এর আগে মাত্র একবার খেলেছে বাংলাদেশ। ২০১৩ সালে অনুষ্ঠিত সেই ম্যাচে ১৭ রানে পরাজিত হয়েছিল মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন দল।
প্রায় সাত বছর পর শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি খেলছে টাইগাররা। সর্বশেষ ২০১৮ সালের নিদাহাস ট্রফিতে এই ফরম্যাটে শ্রীলঙ্কায় খেলেছিল বাংলাদেশ।
দুই দলের এখন পর্যন্ত ১৭ টি-টোয়েন্টি মুখোমুখি লড়াইয়ে শ্রীলঙ্কা জয় পেয়েছে ১১টি ম্যাচে। অপরদিকে বাংলাদেশের জয় ৬টি ম্যাচে।
উল্লেখযোগ্যভাবে, লঙ্কানদের বিপক্ষে শেষ পাঁচ টি-টোয়েন্টির মধ্যে বাংলাদেশ জিতেছে দুইটিতে, আর হার মেনেছে তিনটিতে। তবে সর্বশেষ দেখায় দুই উইকেটের নাটকীয় জয় তুলে নেয় বাংলাদেশ।
একুশে সংবাদ/এ.জে