দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আইপিএলের ট্রফি উঠলো বিরাট কোহলির হাতে। ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) প্রথমবারের মতো জিতেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা।
মঙ্গলবার (৩ জুন) রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত জমজমাট ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নেয় বেঙ্গালুরু।
টসে হেরে ব্যাট করতে নামা RCB ইনিংসের শুরুটা কিছুটা নড়বড়ে হলেও বিরাট কোহলি ও মায়াঙ্ক আগারওয়ালের বিচক্ষণ ব্যাটিংয়ে দল ঘুরে দাঁড়ায়। কোহলি ৪৫ রান করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরপর লিয়াম লিভিংস্টোন (১৫ বলে ২৫) ও জিতেশ শর্মা (১০ বলে ২৪) রানের গতি ধরে রাখেন।
২০ ওভারে ৯ উইকেটে বেঙ্গালুরুর সংগ্রহ দাঁড়ায় ১৯০ রান।পাঞ্জাবের পক্ষে আর্শ্বদীপ সিং ও কাইল জেমিসন ৩টি করে উইকেট নেন।
পাঞ্জাব কিংস জবাবে ভালো সূচনা করলেও ইনিংসের মধ্যভাগে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। প্রিয়াংশ (২৪), প্রভসিমিরন (২৬) ও জশ ইংলিশ (৩৯) ভালো শুরু এনে দিলেও ইনিংস লম্বা করতে পারেননি কেউই। অধিনায়ক শ্রেয়াস আইয়ার মাত্র ১ রানে বিদায় নেন।
শেষদিকে উত্তেজনা থাকলেও ১৮৪ রানে থেমে যায় পাঞ্জাব কিংস, ফলে ৬ রানের জয় পায় বেঙ্গালুরু।
২০০৮ সাল থেকে RCB-এর সাথে জড়িয়ে থাকা বিরাট কোহলি অবশেষে তার প্রথম আইপিএল শিরোপার স্বাদ পেলেন। এই শিরোপা শুধু দল নয়, ব্যক্তিগতভাবেও কোহলির জন্য একটি আবেগঘন ও ঐতিহাসিক মুহূর্ত।
ম্যাচসেরা হয়েছেন বেঙ্গালুরুর অলরাউন্ডার জিতেশ শর্মা, তার ঝড়ো ইনিংস এবং গুরুত্বপূর্ণ স্টাম্পিং ফাইনালের মোড় ঘুরিয়ে দেয়।
একুশে সংবাদ / এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

