AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারায়ণগঞ্জের বাবুরাইলে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার



নারায়ণগঞ্জের বাবুরাইলে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন শিপলু (৩৫), স্ত্রী মীম (২৫) এবং ছেলে আফরান (৪)।

পুলিশ জানায়, বিকেল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সংবাদ আসে যে, ১ নং বাবুরাইলের বউবাজার এলাকায় মোঃ পলাশ মিয়ার বিল্ডিংয়ের চতুর্থ তলায় একটি ফ্ল্যাট থেকে তিনজনের মৃতদেহ পাওয়া গেছে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, চতুর্থ তলার ভাড়া ফ্ল্যাটের দরজা ভিতর থেকে লক করা ছিল। স্থানীয়রা শিপলুর (৩৫) আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে পুলিশের উপস্থিতিতে শিপলুকে ওড়না দিয়ে গলায় পেঁচানো অবস্থায় সিলিং ফ্যান থেকে নামানো হয়। অন্য একটি রুমে তার স্ত্রী মোহিনী আক্তার মীম (২৪) এবং ছেলে আফরান (৪)-এর মুখের উপর বালিশ রাখা অবস্থায় পাওয়া যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিপলু তার স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করে এবং পরে নিজেই সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

শিপলু “রমজান সমিতি” নামে একটি সমিতির ম্যানেজার ছিলেন। সমিতিটি করোনা কালের সময় বন্ধ হয়ে যায় এবং সমিতির গ্রাহকদের কাছ থেকে টাকা পাওনা রয়েছে বলে জানা গেছে। লাশগুলোর সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!