এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হতাশাজনক পরাজয় বরণ করেছে বাংলাদেশ। শুরুতে ব্যাটিংয়ে নেমে লিটন দাস, তানজিদ হাসানরা ব্যর্থ হন। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে দল। শেষ দিকে জাকের আলী অনিক ও শামীম হোসেন কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও তা বড় স্কোরে রূপ নেয়নি। নির্ধারিত ওভারে সবমিলিয়ে ১৩৯ রানে থামে বাংলাদেশের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। ব্যাটারদের ধারাবাহিক পারফরম্যান্সে ৩২ বল হাতে রেখেই মাত্র চার উইকেট হারিয়ে সহজ জয় নিশ্চিত করে লঙ্কানরা।
বাংলাদেশের বোলারদের মধ্যে শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান কিছুটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করলেও রানরেখায় চাপ তৈরি করতে পারেননি। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হলো লিটন দাসের দলকে।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশের শীর্ষক্রমের ব্যাটিং ব্যর্থতা ও বোলিং বিভাগে ধারাবাহিকতার অভাবই এই হারের মূল কারণ।
একুশে সংবাদ/এ.জে