এশিয়া কাপে দ্বিতীয় জয়ের লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে টপ অর্ডারের ব্যর্থতায় শুরুতেই চাপে পড়ে দল। শেষ পর্যন্ত জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারীর দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৩৯ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় টাইগাররা।
শনিবার (১৩ সেপ্টেম্বর) কলম্বোয় টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের প্রথম দুই ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ ইমন। দলীয় সংগ্রহে মাত্র ১১ রান ওঠার আগেই ফিরে যান তাওহীদ হৃদয়ও। এরপর লড়াই করার চেষ্টা করেন অধিনায়ক লিটন দাস, কিন্তু দশম ওভারে তিনি ক্যাচ আউট হলে ৫৩ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।
এমন অবস্থায় দলের হাল ধরেন জাকের ও শামীম। দুজন মিলে ৪১ বলে ৫২ রানের জুটি গড়ে দলকে তিন অঙ্কে পৌঁছে দেন। শেষ পর্যন্ত শামীম ৩৪ বলে ৪২ রান করে ফিরলেও অপরাজিত থাকেন জাকের, তার ব্যাটে আসে ৩৪ বলে ৪১ রান।
শেষ ওভারে কিছু আক্রমণাত্মক ব্যাটিংয়ের ভরসায় ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রানে ইনিংস শেষ করে বাংলাদেশ।
শ্রীলঙ্কার হয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা নিয়েছেন সর্বোচ্চ ২ উইকেট। নুয়ান তুষারা ও দুশমান্থা চামিরা শিকার করেছেন একটি করে উইকেট।
একুশে সংবাদ/এ.জে