বগুড়ার আদমদীঘিতে কেজি স্কুলের ৯ম শ্রেণীর এক ছাত্রী (১৪)কে অপহরণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
ভিকটিমের মা সুমিত্রা রানী বৃহস্পতিবার আদালতের মাধ্যমে আদমদীঘি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন:মো: জয় (১৬), পুশিন্দা গ্রামের মাহবুবের ছেলে, মাহবুব (৪০), জয়-এর পিতা, আবুল হোসেনের ছেলে সুমন (৩০) ।
অভিযোগে বলা হয়েছে, আদমদীঘি উপজেলার পুশিন্দা গ্রামের ওই কিশোর মো: জয় দীর্ঘদিন ধরেই ছাত্রীকে উত্যক্ত ও কু-প্রস্তাব দিচ্ছিল। ১৮ আগস্ট সকাল ৯টায় ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার পথে মুরইল বাজারের সামনে তার ইচ্ছার বিরুদ্ধে জয়সহ অভিযুক্তরা তাকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নিয়ে যায়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে এবং একজন দারোগাকে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/ব.প্র/এ.জে