AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তিতাসের অভিযানে শিল্প প্রতিষ্ঠানসহ আবাসিকের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন



তিতাসের অভিযানে শিল্প প্রতিষ্ঠানসহ আবাসিকের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণের জন্য পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এ অভিযানে প্রায় ১৫ হাজার ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফতুল্লায় নূর এন্টারপ্রাইজ এবং আর আর ফ্যাশন অ্যান্ড লন্ড্রি নামক দু’টি শিল্প প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ৭ হাজার ২০০ ঘনফুট গ্যাস অপচয় রোধ করা সম্ভব হয়েছে।

এছাড়া, সোনারগাঁওয়ে দুটি স্থানে অভিযান চালিয়ে একটি চুন কারখানা এবং ২০০টি আবাসিক ডাবল বার্নারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর ফলে প্রতিদিন প্রায় ৮ হাজার ২০০ ঘনফুট গ্যাস সাশ্রয় হবে।

অভিযানের সময় অবৈধভাবে স্থাপিত পাইপলাইন, ভালভ, বার্নার এবং হোজ পাইপসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।

 

একুশে সংবাদ/না.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!