দেশে টানা পাঁচদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় আবহাওয়ার ধরনে বড় কোনো পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আগামীকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও দেখা দিতে পারে।
পরবর্তী চার দিনের পূর্বাভাসে বলা হয়েছে—
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) : রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটে বিস্তৃতভাবে বৃষ্টি; খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। সারাদেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) : রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটে অধিকাংশ স্থানে এবং দেশের অন্য বিভাগগুলোতে আংশিকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর): রংপুর ও রাজশাহীর অনেক জায়গায় বৃষ্টি হতে পারে; ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায়ও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কয়েকটি স্থানে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের একাধিক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণ দেখা যেতে পারে। তাপমাত্রা সামান্য বাড়বে।
একুশে সংবাদ/এ.জে