এশিয়া কাপের আজকের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান দল।
ম্যাচটিকে ঘিরে উত্তেজনা কেবল ক্রীড়াঙ্গনেই নয়, দুই দেশের রাজনৈতিক সম্পর্কেও স্পষ্ট প্রতিফলিত হচ্ছে। দীর্ঘদিন ধরে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। বিশেষ করে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পাকিস্তানঘেঁষা সন্ত্রাসী হামলার পর এশিয়া কাপ আয়োজন নিয়েই সংশয় তৈরি হয়েছিল। তবে সব বাধা কাটিয়ে অবশেষে আজ মাঠে গড়ালো বহুল আলোচিত দ্বৈরথ।
পাকিস্তান অধিনায়ক সালমান আগা বলেন, উইকেট ধীরগতির মনে হওয়ায় আগে ব্যাটিং করাই শ্রেয় মনে হয়েছে। “আমরা চাই ভালো শুরু করে বড় রান দাঁড় করাতে,” মন্তব্য করেন তিনি।
ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব জানান, তিনি টসে জিতলেও বোলিং বেছে নিতেন। তবে ভেন্যুটি সম্পর্কে তাদের ধারণা ভালো, কারণ আগের ম্যাচেই একই মাঠে আমিরাতের বিপক্ষে খেলেছে ভারত।
আজকের ম্যাচে উভয় দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।
পাকিস্তানের একাদশ: সাইম আয়ূব, সাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ।
ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সানজু স্যামসন (উইকেটকিপার), শিভাম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।
একুশে সংবাদ/এ.জে