এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলতে জাতীয় দলের স্কোয়াডে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন ইতালিপ্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। মঙ্গলবার সকাল ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি রোম থেকে ঢাকায় পৌঁছান।
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য ডাক পাওয়া প্রবাসী ফুটবলারদের মধ্যে সবার আগে বাংলাদেশে পা রাখলেন ফাহমিদুল। তার পাশাপাশি কানাডাপ্রবাসী শমিত সোম এবং ইংল্যান্ডে বেড়ে ওঠা মিডফিল্ডার হামজা চৌধুরীকেও এই ম্যাচের জন্য বিবেচনা করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে আগামী শনিবার, ৩১ মে। এই ম্যাচ দিয়েই জাতীয় দলের হয়ে অভিষেক হতে পারে ফাহমিদুল, শমিত এবং হামজার। এর মধ্যে হামজা চৌধুরী ঢাকায় পৌঁছাবেন ২ জুন এবং শমিত সোমের আসার কথা রয়েছে ৩ জুন।
জাতীয় দলের কোচিং স্টাফ মনে করছেন, প্রবাসী খেলোয়াড়দের দলে অন্তর্ভুক্তি দলকে আরও শক্তিশালী করবে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যেও বাড়ছে আগ্রহ।
একুশে সংবাদ /এ.জে