বোয়ালখালীর কধুরখীল ইমাম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরোধপূর্ণ জায়গা থেকে দিন দুপুরে গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, “গেল রবিবার (২১ সেপ্টেম্বর) বিদ্যালয়ে গিয়ে দেখি ৪–৫টি গাছ কে বা কারা কেটে নিয়ে গেছে। এর মধ্যে ৩টি সেগুন গাছ রয়েছে। গত শনিবার (২০ সেপ্টেম্বর) বিদ্যালয় বন্ধ থাকার সুবাদে এই ঘটনা ঘটেছে।”
তিনি জানান, বিদ্যালয়ের ২০ শতক জায়গার বিষয়ে পটিয়া আদালতে বিএস সংশোধনী মামলা বিচারাধীন রয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কাঞ্চন ভট্টাচার্য। তিনি জানান, বিদ্যালয় ভবনের সাথে লাগোয়া কাটা তারের ঘেরা দেওয়া জায়গা থেকে কয়েকটি গাছ কর্তন করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুন উর রশীদ বলেন, “বিদ্যালয় প্রাঙ্গণের ৪–৫টি গাছ শনিবার বিদ্যালয় বন্ধ থাকাকালীন কে বা কারা কেটে নিয়ে গেছে। প্রধান শিক্ষক বিষয়টি লিখিতভাবে জানালে সংশ্লিষ্ট ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী শিক্ষা অফিসার সরজমিনে গিয়ে বিষয়টি পরিদর্শন করেন। বিদ্যালয়টির জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আদালতে মামলা রয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য থানার ওসিকে পত্র দিয়ে অনুরোধ জানিয়েছে শিক্ষা কর্মকর্তা।”
একুশে সংবাদ/চ.প্র/এ.জে