AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটচাঁদপুরের মন্দিরগুলোতে চলছে শেষ সময়ের সাজ-সজ্জা


Ekushey Sangbad
সুব্রত কুমার, কোটচাঁদপুর, ঝিনাইদহ
০৫:১৩ পিএম, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

কোটচাঁদপুরের মন্দিরগুলোতে চলছে শেষ সময়ের সাজ-সজ্জা

শারদীয় দুর্গা পূজার আর মাত্র দুই দিন বাকি। কোটচাঁদপুরের মন্দিরগুলোতে চলছে শেষ সময়ের সাজ-সজ্জার কাজ। নিরাপত্তা রক্ষায় মন্দিরগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। আনসার সদস্যরা মন্দিরে পাহারা দিতে শুরু করেছেন। আনন্দঘন পরিবেশে পূজা নির্বিঘ্নে উদযাপিত হবে বলে জানিয়েছেন কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর।

জানা যায়, ৫ ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে কোটচাঁদপুর উপজেলা গঠিত। এ উপজেলার ৪৯টি মন্ডপে এ বছর শারদীয় দুর্গা পূজা উদযাপিত হচ্ছে, যা গত বছরের তুলনায় ৭টি বেশি। এর মধ্যে কোটচাঁদপুর পৌরসভাতে ২০টি এবং বাকি ২৯টি মন্ডপ রয়েছে ইউনিয়নগুলোতে। মন্দিরগুলোতে এখন চলছে শেষ সময়ের সাজ-সজ্জার কাজ। নিরাপত্তা রক্ষায় মন্দিরগুলো সিসি টিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পূজার দুই দিন এখনও বাকি থাকলেও আনসার সদস্য ইতোমধ্যেই মন্দিরগুলোতে পাহারা দিতে শুরু করেছেন। এছাড়া সার্বক্ষণিক বিট পুলিশ কর্মকর্তা ও প্রশাসনের পক্ষ থেকেও নজরদারি করা হচ্ছে, জানিয়েছে পূজা কমিটির সভাপতি ও সম্পাদকরা।

কোটচাঁদপুরের বাজেবামনদহ মহামিলন সংঘ সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি জয়দেব পাল বলেন, পূজার মূল আনুষ্ঠানিকতা এখনও দুই দিন পর শুরু হবে। তবে ইতোমধ্যেই আমরা মন্দিরে দুই জন আনসার সদস্য পেয়েছি নিরাপত্তা রক্ষার জন্য। আরও চার জন আসবেন বলে জানা গেছে। তিনি বলেন, প্রতিমা বানানোর প্রথম দিন থেকে আমরা স্বেচ্ছায় মন্দির পালাক্রমে পাহারা দিয়ে আসছি। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। সামনের দিনেও পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা করছি। এছাড়া ইতোমধ্যেই মন্দিরের নিরাপত্তা রক্ষায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে।

চতুরপুর সার্বজনীন দুর্গা পূজা মন্দিরের সভাপতি সাধন কুমার বিশ্বাস বলেন, পূজার দুই দিন বাকি থাকলেও আমাদের মন্দির ও প্রতিমা প্রস্তুত। সার্বিক পরিস্থিতি ভালো আছে। নিরাপত্তা রক্ষায় আমরা নিজ উদ্যোগে মন্দিরে সিসি ক্যামেরা লাগিয়েছি। এ ছাড়া গতকাল থেকে দুই জন আনসার মন্দিরে এসেছেন এবং তারা পাহারা শুরু করেছেন।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কোটচাঁদপুরের আহ্বায়ক পবিত্র কুমার অধিকারী বলেন, এ বছর ৪৯টি মন্ডপে দুর্গাপূজা হচ্ছে। গত বছর থেকে ৭টি মন্দির বেড়েছে। নিরাপত্তার স্বার্থে ইতোমধ্যেই মন্দিরগুলোতে সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করা হয়েছে। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন ও থানা সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। এ বছর উৎসবমুখর পরিবেশে পূজা নির্বিঘ্নে পালিত হবে বলে তিনি জানিয়েছেন।

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর জানান, পূজাকে নির্বিঘ্ন করতে আমরা সেপ্টেম্বর মাস থেকে মাঠে আছি। এসপি স্যারের নির্দেশনা মোতাবেক বিট অফিসাররা প্রতিদিন মন্দিরে খোঁজখবর রাখছেন। পাশাপাশি আমরা প্রতিদিন যেতে না পারলেও এক/দুই দিন অন্তর মন্দিরে গিয়ে খোঁজখবর নিচ্ছি এবং রেজিস্ট্রারে স্বাক্ষর করছি।

তিনি বলেন, ২৮ তারিখ থেকে পূজা শুরু হচ্ছে। সে অনুযায়ী ২৭ তারিখ থেকে মন্দিরগুলোতে আনসার সদস্যরা কাজ শুরু করবেন। পাশাপাশি থাকবেন মন্দিরের স্বেচ্ছাসেবীরা। সব মিলিয়ে পূজা আনন্দঘন পরিবেশে শেষ হবে বলে আশা করছি।

কোনো মন্দির ঝুঁকিপূর্ণ মনে করছেন কি—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের উপজেলায় ১টি মন্দির ঝুঁকির তালিকায় রয়েছে। সেটার জন্য বিশেষ নজরদারি রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!