দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ঝড়ো সূচনা করেছিল ভারত। মাত্র ১০ ওভারের কিছু বেশি সময়ে দলটি পৌঁছে যায় শতরানের ঘরে। তখন মনে হচ্ছিল স্কোরবোর্ডে দুইশ ছাড়িয়ে যাওয়াটা কেবল সময়ের ব্যাপার।
কিন্তু মাঝপথে বোলিং আক্রমণে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। রিশাদ হোসেনের স্পিন আর মোস্তাফিজুর রহমানের কাটারে থেমে যায় ভারতীয় ব্যাটারদের আগ্রাসন। নির্ধারিত ২০ ওভার শেষে তারা ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬৮ রান।
ভারতের হয়ে ইনিংসের সেরা ছিলেন অভিষেক শর্মা, তিনি করেন ৭৫ রান। বাংলাদেশের হয়ে রিশাদ নেন দুই উইকেট, আর মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন নেন একটি করে উইকেট।
একুশে সংবাদ/এ.জে