AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৯ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লাহোরের হয়ে বাইশ গজে ফিরলেন সাকিব


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:৫১ পিএম, ১৮ মে, ২০২৫

লাহোরের হয়ে বাইশ গজে ফিরলেন সাকিব

দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন। মাঝে লঙ্কা টি-টেনে খেললেও বল হাতে নামা হয়নি বোলিং নিষেধাজ্ঞার কারণে। তবে সব জটিলতা কাটিয়ে আবারও বাইশ গজে ফিরলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। সেটাও কিনা মহাগুরুত্বপূর্ণ এক ম্যাচে—পিএসএলের প্লে-অফে ওঠার লড়াইয়ে লাহোর কালান্দার্সের একাদশে জায়গা করে নিয়েছেন তিনি।

রোববার (১৮ মে) পেশোয়ার জালমির বিপক্ষে ‘বাঁচা-মরার’ ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে সাকিবের দল লাহোর কালান্দার্স। তবে বৃষ্টির কারণে ম্যাচটি ১৩ ওভারে নামিয়ে আনা হয়। এই ম্যাচের জয়ী দল সরাসরি জায়গা করে নেবে প্লে-অফে।

ড্যারেল মিচেলের বদলি হিসেবে টুর্নামেন্টের অন্তিম পর্যায়ে দলে যোগ দেন সাকিব। কঠিন সমীকরণে দাঁড়িয়ে থাকা লাহোরের জন্য এটি ছিল ঘুঁটি বদলের মতো বড় পদক্ষেপ। 

সাকিব নিজের প্রস্তুতি নিয়ে বলেন,“অনেকদিন পর ম্যাচ খেলতে নামছি। তাই একটু চাপ ছিল। সে কারণে অনুশীলনে বাড়তি মনোযোগ দিয়েছি, বোলিং করেছি ছন্দ ফিরে পেতে। আমি যেটা চেয়েছিলাম, সেটা পেয়েছি বলেই মনে হচ্ছে।”

সাকিব জানান, লক্ষ্য একটাই—দলের প্রয়োজনে নিজের সেরাটা দেওয়া।

লিগ পর্বের শেষ ম্যাচে লাহোর ও পেশোয়ারের অবস্থান ছিল প্রায় সমান। লাহোর ৯ ম্যাচে ৪ জয় ও ৪ হারে ৯ পয়েন্ট নিয়ে তালিকার চারে। সমান ম্যাচে ৪ জয়ে ও ৫ হারে ৮ পয়েন্ট নিয়ে পেশোয়ার পঞ্চম। ফলে জয়ই দুদলের জন্য প্লে-অফ নিশ্চিত করার একমাত্র উপায়।

সাকিবের অলরাউন্ড সামর্থ্য ঘিরে ভরসা রাখছে লাহোর কালান্দার্স। অভিজ্ঞতার পাশাপাশি তার উপস্থিতি মাঠে বাড়তি অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, গুরুত্বপূর্ণ এই ম্যাচে কেমন পারফর্ম করেন টাইগার অলরাউন্ডার।

 


একুশে সংবাদ//এ.জে
 

Link copied!