AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পার্বতীপুরে নির্মিত হচ্ছে আরও একটি নতুন রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা



পার্বতীপুরে নির্মিত হচ্ছে আরও একটি নতুন রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা

দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার আদলে নির্মিত হচ্ছে আরও একটি নতুন রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা। বর্তমানে ‘সি এল ডব্লিউ–১’-এর কার্যক্রম চলমান রয়েছে এবং একই আদলে ‘সি এল ডব্লিউ–২’ নির্মিত হবে। নতুন কারখানা নির্মাণের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে এবং তা অনেকটাই এগিয়েছে। সম্ভাব্য ২০২৭ সালে এ কারখানা নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। পাশাপাশি বিদ্যমান কারখানারও আধুনিকায়ন করা হবে।

জানা গেছে, পার্বতীপুর রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার আবাসিক এলাকায় আনুমানিক ২৫ একর জায়গায় নতুন কারখানাটি নির্মিত হবে। পূর্বের কারখানার মতো এখানেও লোকোমোটিভের জিওএইচ, বিশেষ মেরামত, রিলিফ ট্রেন মেরামতসহ বিভিন্ন কাজ করা হবে। একইসঙ্গে বিদ্যমান কারখানারও আধুনিকায়ন করা হবে। কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বহুতল ভবন নির্মাণ করা হবে। সব মিলিয়ে প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ২ হাজার ৯০০ কোটি টাকা।

বাংলাদেশ রেলওয়ের মিটার গেজ ও ব্রড গেজ মিলিয়ে বর্তমানে লোকোমোটিভ (ইঞ্জিন) রয়েছে ৩০৬টি। এর মধ্যে প্রতি বছর ৫১টি লোকোমোটিভ ওভারহোলিং প্রয়োজন হলেও করা হয় মাত্র ২১টি, যা সম্পন্ন হয় পার্বতীপুর রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায়। নতুন কারখানা নির্মাণ হলে ওভারহোলিংয়ের সংখ্যা দ্বিগুণেরও বেশি হবে। ফলে সার্বিক কাজের পরিমাণও বৃদ্ধি পাবে। নতুন কারখানায় ৬৬৬ জনসহ মোট ৭৫০ জন কর্মকর্তা-কর্মচারীর কর্মসংস্থানের সুযোগ হবে।

ঢাকা রেল ভবনে (রেলওয়ে মন্ত্রণালয়) কর্মরত বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (যান্ত্রিক) মো. রফিকুল ইসলাম পার্বতীপুরে নতুন রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা নির্মাণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বিদ্যমান কারখানার আদলেই নতুন আরেকটি কারখানা নির্মিত হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!