বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৫ অক্টোবর ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই দ্বিপাক্ষিক সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে।
প্রথমে হবে ওয়ানডে সিরিজ। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৮, ২০ ও ২৩ অক্টোবর। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে এবং ডে-নাইট ফরম্যাটে অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজ শেষে ২৪ ও ২৫ অক্টোবর থাকবে বিশ্রাম। এরপর ২৬ অক্টোবর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ২৬, ২৮ ও ৩১ অক্টোবর, প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
সব মিলিয়ে ১৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মাঠে গড়াবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ।
একুশে সংবাদ/এ.জে