এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে শেষ মুহূর্তে হেরে রানার্স-আপ হয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। ট্রফি প্রদান মঞ্চে এসিসি চেয়ারম্যান মাহসিন নাকভির হাত থেকে শিরোপা নিতে অস্বীকৃতি জানান তিনি।
প্রায় এক ঘণ্টা টালবাহানার পর অবশেষে রানার্স-আপ প্রাইজমানির চেক নিলেও মুহূর্তেই সেটি ছুঁড়ে ফেলেন সালমান আগা। এ সময় তাকে স্পষ্টতই রাগান্বিত দেখাচ্ছিল। চেক ছুঁড়ে দেওয়ার পর তিনি মঞ্চ ত্যাগ করে সঞ্চালকের প্রশ্নের উত্তর দিতে এগিয়ে যান।
ফাইনালে ভারতের জয়ের লক্ষ্য ছিল ১৪৭ রান। তিলক বার্মার অপরাজিত ৬৯ রানের ইনিংসে ভর করে দুই বল হাতে রেখেই ৫ উইকেটে জয়ের বন্দরে পৌঁছায় সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল। ব্যাট হাতে সাঞ্জু স্যামসন (২৪) ও শিবাম দুবের (৩৩) সঙ্গে বার্মার জুটি পাকিস্তানের জয়ের আশা শেষ করে দেয়। এ নিয়ে টুর্নামেন্টে টানা তৃতীয়বার ভারতের কাছে হারল পাকিস্তান।
পুরস্কার বিতরণী মঞ্চে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে রানার্স-আপ চেক নেন পাকিস্তান অধিনায়ক। তবে পরক্ষণেই সেটি মাটিতে ছুঁড়ে ফেলেন তিনি। ঘটনাটি দেখে বিস্মিত হন উপস্থিত কর্মকর্তারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে এ আচরণ নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।
পরাজয়ের ব্যাখ্যা দিতে গিয়ে সংবাদ সম্মেলনে আগা বলেন, “এটা মেনে নেওয়া কঠিন। আমাদের ব্যাটিং ভীষণ খারাপ হয়েছে। ইনিংসের শেষ দিকে রান তুলতে পারিনি। উইকেটও সহজে দিয়েছি। বোলাররা ভালো করেছে, কিন্তু ব্যাটাররা—আমিসহ—প্রত্যাশিত পারফরম্যান্স দিতে পারিনি।”
তবে আশাবাদী আগা আরও বলেন, “আমরা দ্রুতই ব্যাটিং সমস্যার সমাধান করব। শেষ ৬ ওভারে ভারতের দরকার ছিল ৬৩ রান, তখনও মনে হচ্ছিল খেলা আমাদের হাতে। কিন্তু ভারতের ব্যাটাররা দারুণ খেলেছে। আমি দলের জন্য গর্বিত। আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব।”
একুশে সংবাদ/এ.জে