শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেন্দুয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সহযোগিতা ও সার্বিক নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন।
পূজা উদযাপনের প্রস্তুতি সম্পর্কে কেন্দুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র ভদ্র বলেন, “গত বছর ৩৬টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছিল, এ বছর ৬টি বেড়ে মোট ৪২টি মণ্ডপে পূজা হচ্ছে। মানুষের ধর্মের প্রতি অনুরাগ বৃদ্ধির কারণে মণ্ডপের সংখ্যা বেড়েছে বলে আমরা মনে করি।”
উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে ইউএনও ইমদাদুল হক তালুকদারের সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাইমুল ইসলাম চৌধুরী, কেন্দুয়া মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মুক্তিযোদ্ধা নূরুল হক ভুঁইয়া, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবদুল হাই সেলিম, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম শান্তি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ ও আবুল হোসেনসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে