সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের ব্যাংক ও পুঁজিবাজারের কার্যক্রম টানা চার দিন বন্ধ থাকবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ব্যাংক ও পুঁজিবাজার সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
তথ্যমতে, ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি নির্ধারিত হয়েছে। এর পরের দুই দিন ৩ অক্টোবর (শুক্রবার) ও ৪ অক্টোবর (শনিবার) সাপ্তাহিক বন্ধ। ফলে টানা চার দিন ব্যাংক ও পুঁজিবাজারের কার্যক্রম বন্ধ থাকবে।
ছুটি শেষে আগামী ৫ অক্টোবর (রোববার) থেকে স্বাভাবিক নিয়মে ব্যাংকিং কার্যক্রম এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শুরু হবে। এক্সচেঞ্জ কর্তৃপক্ষ জানিয়েছে, সেদিন সকাল ১০টা থেকে নিয়মিত লেনদেন চলবে।
একুশে সংবাদ/এ.জে