AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারত ক্রিকেটকে অসম্মান করেছে: পাকিস্তান অধিনায়ক


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:৫৫ পিএম, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

ভারত ক্রিকেটকে অসম্মান করেছে: পাকিস্তান অধিনায়ক

এশিয়া কাপের ফাইনালের পর ট্রফি প্রদান নিয়ে ভারতীয় দলের আচরণের কড়া সমালোচনা করেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। তার মতে, এটি শুধু পাকিস্তান নয়, গোটা ক্রিকেটকেই অসম্মান করা।

রোববার দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে ভারত ৫ উইকেটে জয় পেয়ে শিরোপা জিতলেও এসিসি চেয়ারম্যান ও পাকিস্তানি কর্মকর্তা মাহসিন নাকভির হাত থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। এছাড়া পুরো টুর্নামেন্ট জুড়েই ভারত ও পাকিস্তান খেলোয়াড়দের মধ্যে করমর্দনের কোনো দৃশ্য দেখা যায়নি।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে আগা বলেন, “ভারতের এই আচরণ হতাশাজনক। আমাদের সঙ্গে করমর্দন এড়িয়ে তারা ক্রিকেটকেই অসম্মান করেছে। বড় দলগুলো এমনটা করে না। আমরা দায়িত্ববোধ থেকেই একা ট্রফির সঙ্গে ছবি তুলেছি।”

তিনি আরও যোগ করেন, “আমি ব্যক্তিগতভাবে সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মিলিয়েছি। টুর্নামেন্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে বা রেফারির মিটিংয়ে তিনি স্বাভাবিক ছিলেন। কিন্তু ক্যামেরার সামনে এসে তারা সেটা করতে চায়নি। আমি মনে করি, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না; নির্দেশ মেনে চলেছে।”

ক্রিকেটে এমন আচরণ অভূতপূর্ব বলে মন্তব্য করেন পাকিস্তান অধিনায়ক। তার ভাষায়, “করমর্দন এড়িয়ে যাওয়া খেলাধুলার চেতনার পরিপন্থী। ফাইনালের পর ভারত কল্পিত ট্রফি তুলে ধরেছিল—এটাও সেই মানসিকতারই বহিঃপ্রকাশ। যদি ট্রফি নিতে না চাও, তবে জিতবে কীভাবে?”

আগা আরও বলেন, “আমরা কেবল পাকিস্তানের হয়ে খেলি না, আমরা তরুণ প্রজন্মের কাছে রোল মডেলও। যদি শিশুরা আমাদের এমন আচরণ দেখে, তাহলে তাদের কাছে ভুল বার্তা যাবে। এটি ক্রিকেটের জন্য ক্ষতিকর।”

ফাইনালের আগে ও পরে, টসে কিংবা ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা হাত মেলাননি। পুরো আসরে ভারতীয়রা পাকিস্তানি ক্রিকেটার ও কর্মকর্তাদের সঙ্গে দূরত্ব বজায় রেখেছে।

শেষে পাকিস্তান অধিনায়ক বলেন, “এটি খুবই খারাপ উদাহরণ। আমি আশা করি, একসময় এসব বন্ধ হবে। ক্রিকেটের জন্য এমন আচরণ মোটেই শুভ নয়।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!