AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৫ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুরস্কারের জন্য না, দেশের জন্য খেলি: নাহিদ রানা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৪৯ পিএম, ১২ এপ্রিল, ২০২৫

পুরস্কারের জন্য না, দেশের জন্য খেলি: নাহিদ রানা

জাতীয় দলে অভিষেকের পর থেকেই বল হাতে গতির ঝড় তুলে যাচ্ছেন চাঁপাই এক্সপ্রেস খ্যাত টাইগার পেসার নাহিদ রানা। সেই সাথে বিসশ্বের বর্তমান ও সাবেক ক্রিকেটারদের কাছ থেকে পাচ্ছেন প্রশংসা। মাঠে নয় এবার মাঠের বাইরে স্বীকৃতি পেলেন ২২ বছর বয়সী এই তরুণ পেসার। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন নাহিদ। 

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ) ১৯৬৪ সাল থেকে ক্রীড়াবিদদের পুরস্কৃত করে আসছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার উপস্থিতিতে গতকাল (১১ এপ্রিল) ২০২৪ সালের ১৫টি ক্যাটাগরিতে ১৩ ব্যক্তি, দল ও সংস্থাকে স্বীকৃতি দেওয়া হয়। যেখানে উদীয়মান ক্রীড়াবিদের (ক্রিকেট) পুরস্কার নিজের হাতে তুলে নেন চাঁপাই এক্সপ্রেস। 

মেহেদী হাসান মিরাজ স্পোর্টস পারসন অব দ্য ইয়ার ২০২৪ সালের পুরস্কার পান। তবে পপুলার চয়েজ অ্যাওয়ার্ডে মিরাজ ও নাহিদকে পেছনে ফেলে পুরস্কার জিতেছেন জাতীয় নারী ফুটবল দলের ঋতুপর্ণা চাকমা। দর্শকের ভোটে এই পুরস্কার জিতেছেন ঋতুপর্ণা।  

পুরস্কার পেয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাহিদ রানা রানা বলেন, ‘পুরস্কার না, আমি সবসময় দেশের জন্য চিন্তা করি, দেশের জন্য খেলি। সে হিসেবে পুরস্কারের জন্য আমার ওতটা চিন্তা থাকে না। চিন্তা থাকে যে দেশের জন্য কিভাবে ভালো করা যায়।’ 
 
চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে খেলবেন নাহিদ। এরপর প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাবেন তিনি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে মাঠে নামবেন ডান হাতি এই টাইগার পেসার। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এখনও এনওসি (অনাপত্তিপত্র) পাননি নাহিদ। সিলেট টেস্টের পর বোর্ড এনওসি দেবে বলে নিশ্চিত করেছেন তিনি। এ প্রসঙ্গে এই পেসার জানান, ‘বাংলাদেশ দলের টেস্ট সিরিজ আছে। সিরিজের একটা ম্যাচ খেলার পর বোর্ড এনওসি (অনাপত্তিপত্র) দেবে বলে আমার সঙ্গে কথা হয়েছে।’
 

 

একুশে সংবাদ//এ.জে

Shwapno
Link copied!