বরিশালে ১ হাজার ৬৫৫টি পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১০ হাজার ৭৮২ জন সদস্য/সদস্যা মোতায়েন করা হয়েছে।
বরিশাল রেঞ্জের পটুয়াখালী জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় তিনি পটুয়াখালী পৌরসভার শ্রী শ্রী মদনমোহন আখরাবাড়ি সার্বজনীন দুর্গাপূজা মন্দির, নন্দকানাই সার্বজনীন শ্রী শ্রী রাধাগোবিন্দ দুর্গাপূজা মন্দির এবং ভূরিয়ার শ্রী শ্রী সার্বজনীন দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেন। প্রতিটি মণ্ডপে গিয়ে তিনি পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবক কমিটির সদস্যদের কাছ থেকে সার্বিক নিরাপত্তার খোঁজ-খবর নেন। এছাড়া প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, বিদ্যুতের বিকল্প জেনারেটরের ব্যবস্থা এবং শক্তিশালী স্বেচ্ছাসেবক দল রাখার বিষয়ে মত দেন।
রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ বলেন, “বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক পূজা মণ্ডপগুলো পরিদর্শন করছি। বাহিনীর সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। বরিশাল বিভাগে মোট ১ হাজার ৬৫৫টি মণ্ডপে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১০ হাজার ৭৮২ জন সদস্য মোতায়েন রয়েছে। ঝুঁকিপূর্ণ মণ্ডপে ৮ জন এবং সাধারণ ও গুরুত্বপূর্ণ মণ্ডপে ৬ জন করে সদস্য দায়িত্ব পালন করছেন। তারা ২৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ৯ দিন সার্বক্ষণিক নিরাপত্তায় থাকবেন।”
তিনি আরও জানান, বরিশাল রেঞ্জের আওতায় ৬টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন করা হয়েছে। প্রতিটি টিমে ৬ জন করে সদস্য আছেন, যারা নিয়মিত টহল দেওয়ার পাশাপাশি যে কোনো আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবেন। বাহিনীর চলমান সংস্কার কার্যক্রমের আওতায় প্রায় ২ লাখ তরুণকে গণপ্রতিরক্ষার নতুন ধারায় প্রশিক্ষণ দিয়ে বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। নব সংযোজিত AVMIS সফটওয়্যার-এর মাধ্যমে সদস্যদের রেজিস্ট্রেশন ও হালনাগাদ তথ্য যাচাই করে পূজার নিরাপত্তা দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। এছাড়া “শারদীয় সুরক্ষা অ্যাপস” চালুর মাধ্যমে গুজব প্রতিরোধ ও অশুভশক্তি মোকাবেলায় নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পটুয়াখালী আনসার ব্যাটালিয়নের অধিনায়ক সদন চাকমা, বিভিএম, পটুয়াখালী জেলা কমান্ড্যান্ট শফিকুল ইসলাম, আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ ফরিদ রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং উপজেলা প্রশিক্ষকবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে