বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশকে ছয় উইকেটে হারিয়ে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের অভিযান শুরু করেছে। ২২৯ রান তাড়া করতে গিয়ে, ভারত একটা সময়ে ১৪৪ রানে ৪ উইকেট হারিয়ে বসেছিল। সেই সময়ে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশি স্পিনাররা। এরপর বেশ কিছুক্ষণ টেনশনে ছিলেন ভারতীয় ভক্তরা।
তবে, ভারতের প্রাক্তন ব্যাটসম্যান বীরেন্দ্র শেহওয়াগের মতে, জয়ের বিষয়ে তাঁর মনে কোনও সন্দেহ ছিল না। কারণ তিনি সব সময়ে টিম ইন্ডিয়ার উপরে ভরসা রাখেন।
শেষ পর্যন্ত কেএল রাহুল এবং শুভমন গিল মিলে পঞ্চম উইকেটে ৮৭ রানের অপরাজিত পার্টনারশিপ গড়েন। এবং ভারতকে ২১ বল বাকি থাকতে ছয় উইকেট জয় এনে দেন।গিল এবং রাহুল যথাক্রমে ১০১ ও ৪১ রানে অপরাজিত থাকেন। তার পরেই বাংলাদেশ নিয়ে তীব্র কটাক্ষ করেন সেহওয়াগ
দুবাইয়ে ভারতের জয়ের পর, সেহওয়াগ এই ম্যাচ নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন ক্রিকবাজে। তাকে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জিজ্ঞেস করা হয়েছিল, ম্যাচ চলাকালীন বাংলাদেশের চ্যালেঞ্জ দেখে কি ভয় পেয়েছিলেন? মনে হচ্ছিল কি ২২৮ রানের ছোট স্কোরকে বাংলাদেশ রক্ষা করতে পারবে? এই প্রসঙ্গে সেহওয়াগ বলেন, ‘খেলতে গিয়ে কখনও ভয় পাইনি, এখন কী অনুভব করব? আমার মনে হয় না ভক্তদের মধ্যেও কোনও উত্তেজনা থাকবে। আপনারা আমাকে বাংলাদেশের এত প্রশংসা করছেন, যেন এটি একটি দুর্দান্ত দল।’
তিনি আরও যোগ করেছেন, ‘এটি বাংলাদেশ, অস্ট্রেলিয়া বা পাকিস্তান নয়, তাদের ভবিষ্যদ্বাণী করা কঠিন হবে। আমার মতে, ম্যাচ চলাকালীন কোনও ভক্তের মনেও এক শতাংশ ভয় ছিল না।’ শেহওয়াগ মনে করেন যে, ভুল সময়ে দুটি উইকেট না পড়লে এই লক্ষ্য আরও তাড়াতাড়ি পার করে যেতে পারত ভারত। তার মতে, ‘এটা খুব সহজ ম্যাচ ছিল। প্রায় চার ওভার বাকি থাকতে আমরা লক্ষ্য়ে পৌঁছে যাই। রোহিত শর্মা, বিরাট কোহলি বা শ্রেয়স আইয়ার যদি আরও বেশি সময় ক্রিজে থাকতেন, তা হলে ম্যাচটি ৩৫ ওভারেও শেষ হয়ে যেতে পারত।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পরবর্তী ম্যাচ রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। এই ম্যাচে তারা পাকিস্তানের মুখোমুখি হবে। হাইভোল্টেজ ম্যাচের পর বেশ কিছুদিনের বিরতি রয়েছে। এর পর ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া।
একুশে সংবাদ/ এস কে