AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হেনস্তার শিকার ওয়াসিম আকরাম!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:২৫ পিএম, ২৫ নভেম্বর, ২০২৪

হেনস্তার শিকার ওয়াসিম আকরাম!

ওয়াসিম আকরামের সাথে গত ২৩ নভেম্বর ঘটে যায় অনাকাঙ্খিত এক ঘটনা। পার্থে সেদিন অস্ট্রেলিয়া-ভারত টেস্টের দ্বিতীয় দিন ছিল। ম্যাচ শেষে ওয়াসিম আকরাম স্টেডিয়াম ছেড়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। তখন এক দর্শক এসে তাকে গালিগালাজ দিতে থাকেন। পরে দুজনের মাঝে উত্তপ্ত অবস্থা তৈরি হলে নিরাপত্তাকর্মীরা দ্রুত সেখান থেকে ওই দর্শককে সরিয়ে দেন। এরপর পুরো স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম বলছে, একজন ভক্ত সাবেক পাকিস্তানি ফাস্ট বোলারের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে যেতে দেখে নিরাপত্তাকর্মীরা এসে হস্তক্ষেপ করেছেন। সেখান থেকে অভিযুক্ত ভক্তকে সরিয়ে দেওয়া হয় তাৎক্ষণিকভাবে। তবে ওয়াসিম আকরাম কোনও বর্ণবাদী আচরণের শিকার হননি বলে জানিয়েছেন নিরাপত্তাকর্মীরা। 

ওই ঘটনার পর স্টেডিয়ামের নিরাপত্তা জোরদার করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যাতে একই ঘটনার পুনরাবৃত্তির ঝুঁকি না থাকে সেজন্য আকরামকে স্টেডিয়াম পর্যন্ত যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে। ধারাভাষ্যকাররা চাইলেই ভেন্যুর ভেতর থেকে গাড়িতে উঠতে পারবেন। তবে অভিযুক্ত দর্শক সম্পর্কে প্রতিবেদনে আর কিছু বলা হয়নি।

একুশে সংবাদ/ এস কে

 

 

একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!