AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‎চিতলমারী থানায় ইতিহাস - প্রথম নারী অফিসার ইনচার্জের দায়িত্ব গ্রহণে নতুন সম্ভাবনার দিগন্ত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, বাগেরহাট
০৬:৫২ পিএম, ১৩ অক্টোবর, ২০২৫

‎চিতলমারী থানায় ইতিহাস - প্রথম নারী অফিসার ইনচার্জের দায়িত্ব গ্রহণে নতুন সম্ভাবনার দিগন্ত

চিতলমারী থানার ইতিহাসে যুক্ত হলো এক নতুন অধ্যায়। ১৯৮১ সালে প্রতিষ্ঠিত এই থানার প্রথম নারী অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মিসেস রোকেয়া খানম  দায়িত্ব গ্রহণ করেছেন ।

একজন যোগ্য, দক্ষ ও সৎ পুলিশ কর্মকর্তা। এই ঐতিহাসিক মুহূর্তে চিতলমারী প্রেসক্লাবসহ সমগ্র এলাকাবাসী আনন্দ ও গর্বে উচ্ছ্বসিত।

‎ চিতলমারী প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়- আমরা বিশ্বাস করি, একজন নারী কর্মকর্তার নেতৃত্বে চিতলমারী থানার প্রশাসনিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নতুন উচ্চতায় পৌঁছাবে।

নারী নেতৃত্ব মানে শুধু পরিবর্তন নয়, মানে সহানুভূতি, দৃঢ়তা এবং জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক।

‎ আমাদের প্রত্যাশা, ওসি মহোদয়ার নেতৃত্বে চিতলমারী দ্রুতই মাদকমুক্ত, কিশোর গ্যাংমুক্ত এবং নিরাপদ এলাকায় পরিণত হবে।

তাঁর দৃঢ় নেতৃত্ব, মানবিক দৃষ্টিভঙ্গি ও দায়িত্বশীলতার মাধ্যমে চিতলমারী থানাকে বাগেরহাট জেলার মধ্যে আইনশৃঙ্খলা, জনসেবা ও প্রশাসনিক দক্ষতার দিক থেকে শীর্ষে নিয়ে যাওয়া সম্ভব হবে- এমনটাই আমাদের বিশ্বাস।

চিতলমারী প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 
‎আমরা আশা করি, জনগণের সহযোগিতা ও পুলিশের আন্তরিকতায় গড়ে উঠবে একটি শান্তিপূর্ণ, উন্নত ও নিরাপদ চিতলমারী- যা হবে নারী নেতৃত্বে পরিবর্তনের অনন্য দৃষ্টান্ত।

 

একুশে সংবাদ/ সাএ

 

Link copied!