AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৮ জুন, ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইংল্যান্ডের লক্ষ্য সিরিজ, ওয়েস্ট ইন্ডিজের সমতা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:০৯ পিএম, ১৭ জুলাই, ২০২৪

ইংল্যান্ডের লক্ষ্য সিরিজ, ওয়েস্ট ইন্ডিজের সমতা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্ট জিতে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক ইংল্যান্ড। জয়ের ধারা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় ইংলিশরা। সিরিজে টিকে থাকার  আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই ওয়েস্ট ইন্ডিজের। আগামীকাল নটিংহামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

লর্ডস টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস এন্ডারসন। ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১১৪ রানে হারিয়ে এন্ডারসনকে জয় দিয়ে বিদায় দেয় ইংল্যান্ড।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের অভিষিক্ত পেসার গাস অ্যাটকিনসনের বোলিং তোপে ১২১ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ১২ ওভারে ৪৫ রানে ৭ উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসেও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের বড় ইনিংস খেলতে দেননি অ্যাটকিনসন। ৬১ রানে ৫ উইকেট নেন তিনি। ১৩৬ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। প্রথম ইনিংসে ইংল্যান্ড ৩৭১ রান করলে, ইনিংস ব্যবধানে ম্যাচ হারে ওয়েস্ট ইন্ডিজ।

বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে ২৬ রানে ১টি এবং দ্বিতীয় ইনিংসে ৩২ রানে ৩ উইকেট নেন এন্ডারসন। ২২ গজের ক্রিকেট থেকে বিদায় নিলেও ইংল্যান্ডের পেস বোলিং মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন এন্ডারসন। দ্বিতীয় টেস্টের দলে এন্ডারসনের পরিবর্তে পেসার মার্ক উডকে দলে নিয়েছে ইংল্যান্ড।

প্রথম টেস্টের মত পারফরমেন্স অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় ইংল্যান্ড। দলের অধিনায়ক বেন স্টোকস বলেন, ‘প্রথম টেস্ট জয়ের পর আমরা অনেক বেশি আত্মবিশ^াসী। আমাদের এখন প্রধান লক্ষ্য দ্রুতই সিরিজ জয় নিশ্চিত করা।’

অন্যদিকে, প্রথম টেস্টে দলের বাজে পারফরমেন্সে হতাশ ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টেই ঘুড়ে দাঁড়াতে বদ্ধপরিকর ক্যারিবীয়রা। দলের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট বলেন, ‘প্রথম টেস্টের পারফরমেন্স আমরা ভুলে যেতে চাই। নতুনভাবে শুরু করে মাঠের লড়াইয়ে জিততে চাই এবং সিরিজে সমতা আনতে চাই।’

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!