AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুরে ১ বছরে গ্রাম আদালতে ১৬০৫টি মামলার নিষ্পত্তি


Ekushey Sangbad
মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর
০৫:০৬ পিএম, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরে ১ বছরে গ্রাম আদালতে ১৬০৫টি মামলার নিষ্পত্তি

লক্ষ্মীপুর গ্রাম আদালতে গত এক বছরে (জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫ পর্যন্ত) ১৮১০টি মামলা দায়ের হয়। এর মধ্যে ১৬০৫টি মামলার নিষ্পত্তি করা হয়েছে। দায়ের হওয়া মামলার মধ্যে পুরুষের সংখ্যা ৯৯৭ এবং নারীর সংখ্যা ৬০৮ জন। গ্রাম আদালতের মাধ্যমে ৭৮৮টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়, যার মাধ্যমে ২৭ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা ক্ষতিপূরণ আদায় করে দেওয়া হয়েছে। এ ছাড়া জেলা জজ আদালত থেকে ৪৯টি মামলা গ্রাম আদালতে প্রেরণ করা হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভায় এসব তথ্য উপস্থাপন করা হয়। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া, সহকারী পুলিশ সুপার অন্তু চন্দ্র দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামজেদ আলম রানা, ইউএনডিপি প্রতিনিধি শাহাদাত হোসেন, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা ব্যবস্থাপক খ. ম. আবেদ উল্লা, উপজেলা সমন্বয়কারী (সদর) মোঃ ইমরান সিকদার ও আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

সভায় আরও জানানো হয়, গত ১ বছরে লক্ষ্মীপুর জেলার ৫৮টি ইউনিয়ন পরিষদের কর্মদক্ষতা মূল্যায়নে দেখা যায়—৩০টি ইউপি ভালো, ১৭টি ইউপি মধ্যম এবং ১১টি ইউপি দুর্বল অবস্থানে রয়েছে। গ্রাম আদালত সক্রিয় করে প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করতে জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

 

একুশে সংবাদ/ল.প্র/এ.জে

Link copied!