AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলায় সাংবাদিক আহত


Ekushey Sangbad
সাইফুল ইসলাম, নরসিংদী
০৫:১৬ পিএম, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলায় সাংবাদিক আহত

নরসিংদীর আলোকবালীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন যমুনা টিভির নরসিংদী জেলা স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকার। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকেই তিনি নরসিংদী সদর হাসপাতালে সংবাদ সংগ্রহের জন্য অবস্থান করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে একপক্ষের সমর্থকরা তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং মাথা ফেটে যায়। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, হাসপাতাল প্রাঙ্গণে অন্যান্য সংবাদকর্মীদের সঙ্গে অবস্থান করছিলেন আইয়ুব খান। এ সময় আলোকবালী ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক কাইউয়ুমকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় তার সমর্থকরা ক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে তারা লাঠিসোটা দিয়ে তাকে বেধড়ক মারধর করলে গুরুতর আহত হন আইয়ুব খান। পরে উপস্থিত সাংবাদিক ও স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে ভেতরে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

সদর হাসপাতালের আরএমও ফরিদা গুলশানারা কবির জানান, আহত সাংবাদিককে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার মাথার ডান পাশে চারটি সেলাই দিতে হয়েছে। বর্তমানে মাথায় আঘাতজনিত কারণে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে সাংবাদিকের ওপর এই বর্বরোচিত হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযানে নামে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে এবং অন্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, ভোরে আলোকবালী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া (৫৫) নামে একজন নিহত হন এবং অন্তত পাঁচজন আহত হন। ওই সংঘর্ষের খবর সংগ্রহ করতেই হাসপাতালে অবস্থান করছিলেন আইয়ুব খান সরকার।

 

একুশে সংবাদ/না.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!